Graphic Design Portfolio - How To Make A Portfolio for Graphic Designer
আজকের এই লাইভ ক্লাসটা শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতারণ ইভেন্ট উপলক্ষে নেওয়া হচ্ছে। শীতার্ত মানুষের পাশে একটু হলেও দাড়ানোর জন্যে আমরা সবাই মিলে আবারো শীতার্থ অসহায় পথ শিশু ও বয়স্কদের জন্য শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছি। আপনার একটু সাহায্য বাঁচাতে পারে একজন শীতার্ত ব্যক্তির আকুতি। আমরা ৭ই #ডিসেম্বর থেকে ১৮ই #ডিসেম্বর পর্যন্ত টাকা কালেকশন করবো। আপনি চাইলে আমাদের সাথে উপস্থিত থেকে কাজ করতে পারেন আবার না থেকেও হেল্প করতে পারেন। আপনাদের যার যা সামর্থ আছে সেই জায়গা থেকে যতটুকু পারেন সাহায্য করবেন। 100-500-1000-5000 যে যা পারেন সেটা সাহায্য করতে পারেন। আমাদের ইচ্ছা, আগামী ১৮ তারিখের ভিতরে যে টাকা উঠবে তাই দিয়ে ২০ তারিখে নতুন শীত বস্ত্র ও গরম কম্বল কেনা এবং সেই গুলা রাতে ঘুরে ঘুরে সত্যিকারের শীতার্ত মানুষদের কে সেই গুলা পোছে দেওয়া। সময় অনেক কম কারণ দ্রুত শত্যপ্রবাহ শুরু হতে পারে আর আমাদের ইচ্ছা অল্প দিনের ভিতরে তাদের হাতে এই গুলা পোছে দেওয়া। সবার কাছে অনুরোধ করছি যতটুকু পারেন সাহায্য করবেন আপনার জায়গা থেকে। সবাই নিচের ইভেন্টে যুক্ত হতে পারেন সাথে আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন এখানে। https://ift.tt/2BksjSq নিচের নাম্বার গুলাতে টাকা পাঠাতে পারেন। বিকাশঃ 01770985848, 01738243664(পার্সোনাল) Rocket= 017382436647, 015156291552(পার্সোনাল) যে কোন দরকারে 01794382841 এই নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আপনিও ও সাহায্য করুন সাথে আপনার ফ্রেন্ডদের কে ইনভাইট করুন। সবাই মিলে অল্প অল্প দিয়ে বড় কিছু ক্রয়া সম্ভব। বিঃদ্রঃ গতবার প্রায় ২ হাজার পিচ শীতবস্ত্র বিতরণ করেছিলাম এবার আপনাদের সহযোগিতা পেলে ৫ হাজার বা তার বেশি শীতবস্ত্র বিতরণ করার ইচ্ছা আছে। graphic design portfolio advice,what is graphic design portfolio,what is portfolio bangla,what is portfolio,portfolio,graphic design portfolio,advice,how to make a behance portfolio!,behance,behance bangla tutorial,how to create successful behance profile,portfolio tutorial,how to make a port,portfolio design,education,bangla tutorial,how to upload on behance,portfolio design tutorial,portfolio management,tips and tricks,পোর্টফোলিও কি, dribbble portfolio
View on YouTube
No comments:
Post a Comment